INT. Agency for Research on Cancer (GLOBOCAN)-এর ২০২২ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নতুন ক্যান্সার আক্রান্ত নারীর সংখ্যা ছিল ১২,৯৮৯ জন, যার মধ্যে ব্রেস্ট ক্যান্সার ছিল প্রথম অবস্থানে।
এছাড়া Lippincott Journals-এ প্রকাশিত সাম্প্রতিক গবেষণা অনুসারে, প্রতি ১,০০,০০০ নারীর মধ্যে প্রায় ২২.৫ জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন।